IIT খড়গপুরের অ্যাগ্রো বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশন থেকে বিরাট আপডেট! সকল চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে যে IIT খড়গপুরের অ্যাগ্রো বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশন তরফ থেকে নতুন কর্মীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যে সকল চাকরিপ্রার্থীরা বহুদিন ধরে রাজ্যে নতুন চাকরি খোঁজ করছেন সেই সকল চাকরিপ্রার্থীরা IIT খড়গপুরের অ্যাগ্রো বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশন তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিতে TBI ম্যানেজার পদের জন্য আবেদন করুন।
এখানে সকল ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে মাধ্যমে অবদান করতে পারবেন আবেদনের পদ্ধতির বয়সসীমা মাসিক বেতন ইত্যাদি সমস্ত বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা - IIT খড়গপুরের অ্যাগ্রো বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশন।
পদের নাম - TBI ম্যানেজার
মোট শূন্যপদ - ০১টি শূন্যপদ রয়েছে
আবেদন মাধ্যম - অফলাইন
আবেদন শেষ তারিখ - ২৬/০৪/২০২৪
ওয়েবসাইট - http://iitkgp.ac.in
পদের নাম -
TBI ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ -
এখানে TBI ম্যানেজার পদে 01 জন কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা -
এখানে উল্লেখিত পদগুলির জন্য আলাদা আলাদা বয়সসীমা উল্লেখ করা রয়েছে।
TBI ম্যানেজার পদের জন্য সকল চারিপ্রার্থীদের ১৮ - ৩৫ বছর মাধ্যমে বয়স হতে হবে।
বেতন -
IIT খড়গপুর তরফ থেকে TBI ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীদের 60,000/- বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা -
এই পথগুলোর জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা হিসেবে স্বীকৃতি কোন ইউনিভার্সিটি থেকে MBA, M. Tech, M.Sc পাস করতে হবে । অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত প্রয়োজন হলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন।
আবেদন মূল্য -
₹ 500/-
কিভাবে আবেদন করবেন -
- এখানে আবেদন করতে হলে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সর্বপ্রথম সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- এরপর সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
- অফিসিয়াল নোটিসে যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলি নির্দিষ্ট সহজ মত আপলোড করতে হবে।
- সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ দেখুন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা -
Chief Executive Officer, ABIF IIT Kharagpur, IIT Kharagpur Campus, Kharagpur, Paschim Medinipur, West Bengal-721302
আবেদন তারিখ -
প্রয়োজনীয় লিঙ্ক দেখুন -